সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ২৮ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মাদিলাহাট এলাকা থেকে ২৮ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার তিশ্বর গ্রামের মৃতঃ কলিমুদ্দিনের ছেলে আব্দুল লতিফ(৪২)। এ বিষয়ে ফুলবাড়ী থানার এএসআই আমিনুল ইসলাম বাদী হয়ে মাদক বিরোধী আইনে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই আমিনুল ইসলাম শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার মাদিলাহাট নামক স্থানে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল ও ১টি বাইসাইকেলসহ ধৃত আমিনুল ইসলামকে আটক করে। ধৃত আমিনুল ইসলাম মাদবপুর সীমান্ত দিয়ে বাইসাইকেলে করে নিয়মিত মাদক পাচার করত।

 

Spread the love