শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ৩ জামায়াত কর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে নাশতকার আশঙ্কায় গত বুধবার দিবাগত রাতে ফুলবাড়ী থানা পুলিশ ৩ জামায়াত কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার উত্তর লক্ষ্মীপুর গ্রামের আহম্মেদ নূর ইসলামের ছেলে আহসান হাবীব (৪৪), ফরমান আলীর ছেলে আব্দুল আজিজ (৭০) ও তাজিমুদ্দিনের ছেলে খবিরুল ইসলাম (৫০)। তাদেরকে গতকাল বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানান, ধৃত জামায়াত কর্মীরা জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির জন্য পোষ্টার লাগানোর সময় আনুমানিক রাত ৮টায় লক্ষ্মীপুর বাজার থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার আশঙ্কায় ১৫১ ধারা গ্রেফতার দেখানো হয়েছে।