বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ৫ সেমাই প্রস্তুতকারি ও হোটেল ব্যবসায়ীর জরিমানা

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের ফুলবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫লাচ্ছা সেমাই প্রস্তুতকারি ও এক হোটেল ব্যবসায়ীর জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।

গত মঙ্গলবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে পৌরশহরের বিভিন্ন এলাকায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ফুলবাড়ী থানার ওসি মকছেদ আলী বলেন, উপজেলা নির্বাহী অফিসার এহেতেশাম রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌরশহরের পশ্চিম গৌরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই প্রস্তুত করার দায়ে আনোয়ার হোসেন এর নিকট ৫০০০টাকা,  নিলুফা বেগম ১৫০০টাকা, সায়মা বেগম ১০০০হাজার, শিখা বেকারি ১০০০টাকা জরিমানা আদায় করেন।এছাড়া পৌরশহরের  খালিদ হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৫০০টাকা ও চকচকা এলাকায় জনতা বেকারির কারখানায় অভিযান চালিয়ে ২০০ টাকা জরিমানা আদায় করেন।

Spread the love