
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাত্রাপথের অন্তহীন ভোগান্তিকে সাথে নিয়ে নাড়ির টানে ফুলবাড়ীতে ফিরতে শুরু করেছে ফুলবাড়ীবাসী। ঈদের ছুটির আগে শেষ কর্মদিবসে অধিকাংশ পেশাজীবী মানুষই অফিসে হাজিরা দিয়েই ধরেছিলেন গ্রামের পথ। ঢাকা থেকে আগত বাসকাউন্টার গুলোতে খোজ নিয়ে জানা যায়, ৪ অক্টোবর শনিবার দুর্গাপূজা উপলক্ষে বিজয়া দশমীর ছুটি। তারপরের দিনই শুরু হচ্ছে কোরবানী ঈদের ৩ দিনের ছুটি। ফলে ৫ দিনের এ ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার থেকেই অফিস ছাড়তে শুরু করেছিলেন।
এদিকে আগামী ৬ অক্টোবর সোমবার পবিত্র ঈদুল আযহা পালিত হবে। ফলে ঈদের বাকি এখনো ৩ দিন। তবে ছুটি শুরু হওয়ায় ঘরে ফেরা শুরু হয়েছে পুরোদমে। ঈদ উপলক্ষে রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বর মাসে ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ছিল শেষ অফিস। সে কারণে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হাজিরা দিয়ে ঘরে ফেরা মানুষের তাড়া ছিল সবখানে।
ঢাকা থেকে আগত ট্রেন যাত্রীরা জানায়, বৃহস্পতিবার ট্রেনে অতিরিক্ত ভিড় ছিল। অগ্রিম টিকিট কেটেও ট্রেনের যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। আন্ত:নগর ট্রেনের সিডিউল প্রায় লণ্ডভন্ড হয়ে গেছে। ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী একতা এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেস দুটি ট্রেনই আড়াই থেকে ৩ ঘন্টা বিলম্বে চলাচল করছে। কমলাপুর এবং এয়ারপোর্ট স্টেশনে হাজার হাজার যাত্রী অপেক্ষার প্রহর গুণছেন বাড়িতে আসার আশায়।
ঢাকা থেকে আগত বাস যাত্রীরা জানায়,গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের ভিড় ছিলো অত্যাধিক। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের কারণে এ রুটে চলাচলকারি কোন বাস বা কোচ ঠিক সময়ে ছেড়ে যায়নি। বাস এবং কোচগুলো যানজটের কারণে ঢাকায় প্রবেশ করতে না পারার কারণে নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর যাত্রীদের নিয়ে গন্তব্যে ছেড়ে যায়। শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীতে সকালে কাউন্টারে গিয়ে অপেক্ষার পর দুপুরে গাড়িতে উঠে রওনা হয়েছেন অনেকে। ঢাকা-টাঙ্গাইলসহ বিভিন্ন মহাসড়কে দীর্ঘ যানজটের শিকার হচ্ছেন।
প্রসঙ্গত ঈদের ছুটির সাথে দুদিনের বাড়তি সুযোগ নিয়ে বা ম্যানেজ করে গ্রামের বাড়িতে স্বজনদের সাথে সময় কাটাতে মঙ্গলবার পর্যন্ত ছুটি শেষে এবারও বুধবার এবং বৃহস্পতিবার কাজে যোগ দেবেন না অনেকে। ফলে তার পরের ২ দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে একবারে ১২ অক্টোবর অফিসে ফেরার সুযোগ নেবেন তারা।