
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদক সম্রাট একাধিক মাদক পাচার মামলার আসামী আনোয়ার হোসেন (৪০) ওরফে ফেন্সি আনোয়ার অবশেষে গতকাল সোমবার ফুলবাড়ী থানা পুলিশের হাতে আটক হয়েছে।
ধৃত আনোয়ার হোসেন ওরফে ফেন্সি আনোয়ার উপজেলার আখিঁঘোটনা গ্রামের ফারাজ উদ্দিন এর ছেলে।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় ধৃত আনোয়ার উপজেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ফুলবাড়ী থানাসহ আশপাশের একাধিক থানায় ডজন খানেক মামলা আছে বহুদিন থেকে তাকে গ্রেফতারের চেষ্ঠা করে যাচ্ছে পুলিশ। সে গতকাল মাদক ব্যাবসার জন্য স্বপ্নপুরিতে যাচ্ছে এই খবর পেয়ে থানার এএসআই সারোয়ারুল ইসলাম সঙ্গিয় ফোর্স নিয়ে পৌর এলাকার তেতুলিয়া মোড়ে ওৎ পেতে ছিল, বেলা ১২ টার সময় ধৃত আনোয়ার ও আর এক মাদক ব্যাবসায়ী পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের অছির উদ্দিনের ছেলে আশরাফুলসহ স্বপ্নপুরিতে যাওয়ার সময় তাকে ধাওয়া করে, এসময় পুলিশের ধাওয়া খেয়ে আশরাফুল ইসলাম পালিয়ে গেলেও মাদক সম্রাট আনোয়ারকে আটক করে পুলিশ।