মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোর অনেক অংশজুড়ে ধানমাড়াই, ধান-খড় শুকানোসহ খড়ের গাদা তৈরি করা হচ্ছে রাসত্মার ওপর। এতে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ফলে এসব সড়ক দিয়ে চলাচলকারিরা দুর্ভোগের শিকার হচ্ছেন। এত এক মাসে উপজেলার বিভিন্ন সড়কে ছোটবড় ২৬টি দুর্ঘটনায় আহত হয়েছে ১৫জন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে গুরম্নত্বপূর্ণ সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সড়কগুলোর ওপর ধানমাড়াই, ধান-খড় শুকানো ও খড়ের গাদা তৈরির প্রবণতাকে নিষিদ্ধ করে কৃষকদেরকে সতর্ক করা হয়েছে। ২০১৪সালের জুন মাসে উপজেলা প্রশাসন থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে চিঠি দেয়া হয়েছে। এরপরও রাসত্মার ওপর ধানমাড়াই-শুকানো বন্ধ করা যায়নি।
ফুলবাড়ী-রংপুর মহাসড়কের উপজেলার তেতুলিয়া এলাকার তোজাম্মেল হক, লুৎফর রহমান ও বাচ্চু শেখ বলেন, বাড়িতে জায়গা না থাকায় ক্ষেতের ধান কেটে সরাসরি সড়কের ওপর তুলতে হচ্ছে। এখানেই মাড়াই, ধান-খড় শুকানোসহ খরগুলো গাদা করে রাখতে হয়। তবে কয়েকদিনের মধ্যেই ধান কাটামাড়াই, ধান-খড় শুকানো শেষ হয়ে যাবে।
সরেজমিনে ফুলবাড়ী-মধ্যপাড়া-রংপুর মহাসড়কের স্বজনপুকুর থেকে মহেশপুর পর্যন্ত, ফুলবাড়ী-বড়পুকুরিয়া আঞ্চলিক সড়কের মধ্যসুলতানপুর, বাগড়া, ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের স্বজনপুকুর থেকে তেপুকুরিয়া, ফুলবাড়ী-বিরামপুর সড়কের বারোকোনা থেকে জয়নগর, ফুলবাড়ী-মাদিলাহাট সড়কের চাঁদপাড়া থেকে মাদিলাহাট পর্যন্ত, মাদিলাহাট-বিরামপুর সড়কের হাবিবপুর পর্যন্ত, মাদিলা-খড়মপুর-কেটরা, ফুলবাড়ী-দেশমা সড়ক, মাদিলা-আটপুকুর ভায়া পুখুরীহাট, ফুলবাড়ী-রুদ্রানী সড়ক ও ফুলবাড়ী-জলপাইতলী সড়ক পর্যন্ত আন্তত দুই শতাধিক স্থানে সড়কের আশপাশের কৃষকরা তাদের উৎপাদিত ধান ক্ষেত থেকে কেটে সরাসরি রাস্তায় এনে মাড়াই, ধান-খড় শুকানোসহ বস্তা জাতকরণ ও খরের গাদা তৈরি করে রাখছেন। রাস্তার ওপর কৃষকদের ধানমাড়াই, ধান-খড় শুকানোসহ বস্তা জাতকরণ ও খরের গাদা তৈরি করার কারণে আঞ্চলিক সরু রাস্তাগুলোর বেশির ভাগই অংশই কৃষকদের দখলে থাকছে। ফলে যান তো দুরের কথা রিকশা-ভ্যান চলাচল করাও দায় হয়ে পড়ছে।
স্থানীয়রা জানান, গত ১০ মে থেকে ১০জুন পর্যন্ত এক মাসে ঐসব সড়কের চলাচল করতে গিয়ে ধান ও খড়ের ওপর পিছলে দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহীরা। ঐসব দুর্ঘটনায় আহতদের বেশিরভাগরই হাতপা ভেঙ্গে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বলেন, রাস্তার ওপর ধানমাড়াই, ধান-খড় শুকানোসহ খড়ের গাদা তৈরির কারণে সড়কের নিরাপত্ত বিঘ্নিত হচ্ছে। শিঘ্র্ই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।