শেখ সাবের আলী, ষ্টাফ রিপোর্টার, ফুলবাড়ী : ফুলবাড়ী- আফতাবগঞ্জ সড়কের কালীরহাট নামকস্থানে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় একটি মালবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে আদীবাসি যুবক নিহত হয়েছে।
নিহত আদীবাসি যুবক নবাবগঞ্জ উপজেলার চেংমারী আদিবাসি পারার মেঘলাল মার্ডীর ছেলে দিলীপ মার্ডী(২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলবাড়ী থেকে আফতাবগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রাক কালীরহাট নামক স্থানে পথচারী দিলীপ মার্ডীকে ধাক্কা দিলে দিলীপ মার্ডী রাস্তার মধ্যে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্য হয়।
Please follow and like us: