মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলার ইভা হত্যা মামলার আসামী সরোয়ার বাবু আটক

ফুলবাড়ী প্রতিনিধি :  দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলোচিত কলেজ ছাত্রী সাবরিনা ইয়াসমিন ইভা হত্যা মামলার ইজাহার ভুক্ত আসামী সারোয়ার বাবু (২৪) কে, গত বুধবার সন্ধা সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি বুড়া বাজার এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশ আটক করেছে ।

আটককৃত এজাহার ভুক্ত আসামী মোঃ সারোয়ার বাবু উপজেলার পশ্চিম  নারায়নপুর ফতেপুর গ্রামের মোশারফ হোসেনের পুত্র। উল্লেখ্য  চলতি সনের গত ৩ ফেব্র“য়ারী পার্বতীপুর উপজেলার খোলা হাটি স্কুল এ্যান্ড কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্রী ও ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের বাসীন্দা সেনাবাহিনীর (অবসর) প্রাপ্ত)মোঃ রেহানুজ্জামান রেহান এর মেয়ে সাবরিনা ইয়াসমিন ইভা তার ম্যাচে হত্যা কান্ডের শিকার হয়। এই ঘটনায় ইভার পিতা- রেহানুজ্জামান বাদি হয়ে পার্ববতীপুর মডেল থানায় একট হত্যা মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করে ধৃত সারোয়ার বাবুকে আসামী করে একটি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন পুলিশ। কিন্তু দীর্ঘ সময়ে ইজাহার ভুক্ত আসামী পুলিশের হাতে ধরা না পড়ায় বাদিকে মামলা প্রত্যারের জন্য হুমকি দিয়ে আসছিল। এই কারনে গত ২৬ অক্টোবর বিভিন্ন পত্রিকায় ”৮ মাস অতিবাহীত হলেও আজো আটক হয়নি কলেজ ছাত্রী সাবরিনা ইয়াসমি ইভা। হত্যা মামলার ইজাহার ভুক্ত আসামী, উল্টো মামলা প্রত্যাহারের জন্য বাদিকে হুমকি দিয়ে আসছিল। শিরোনামে সংবাদ প্রকাশ হয়, বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে গুলিতে । সংবাদ প্রকাশের পর ফুলবাড়ী থানা পুলিশ জোর প্রচেষ্ঠা শুরু করে, হত্যার আসামীকে গ্রেফতারের জন্য। চালাতে থাকে একর পর এক বিভিন্ন এলাকায় অভিযান। এর ৩ দিনের পর গত বুধবার সন্ধা সাড়ে ৮ টায় থানার এসআই শাহ আলম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মেলাবাড়ী বুড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার ইজাহার ভুক্ত আসামী সারোয়ার বাবুকে আটক করে।

ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল ইসলাম জানায় মামলার ওয়ারেন্ট পাওয়ার পর থেকে, তাকে আটক করার জন্য পুলিশ তৎপর ছিল, এর মধ্য গোপন সংবাদের মাধ্যমে আসামীর অবস্থান জানতে পেরে, থানার এসআই শাহ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঐ এলাকা ঘেরাও করে তাকে আটক করে।

Spread the love