মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুর ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় যুব দিবস’১৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শনিবার সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সমবায় ও জাতীয় যুব দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের ৬ষ্ঠ বারের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ‘‘আর্থ সামাজিক নিরাপত্তায় সমবায়’’ ও লড়ছে যুব লড়বেই, সমৃদ্ধ বাংলাদেশ গড়বেই’’ পৃথক পৃথক ২টি প্রতিপাদ্য বিষয়ের শেvগানকে সামনে রেখে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ খুরশিদ আলম মতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জমিল উদ্দিন মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রউফ। শেষে উপজেলা সমবায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ করেন প্রধান অতিথি।