শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলায় শিষ্টাচার ও নীতি নৈতিকতা সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শিষ্টাচার ও নীতি নৈতিকতা সদাচরণ, সম্পর্কে একদিনের কর্মশালা অনুষ্ঠিত। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা এর সভাপতিত্বে শিষ্টাচার, নীতি নৈতিকতা, সদাচরণ সম্পর্কিত একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুস সাত্তার মন্ডল, কৃষি সম্প্রসারণ অফিসার (কৃষিবিদ) রুম্মান আক্তার, মাধ্যমিক শিক্ষা পরিদর্শক শফিকুল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান উজ্জল।

 

শিষ্টাচার ও নীতি নৈতিকতা, সদাচরণ সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালায় ফুলবাড়ী উপজেলা বিভিন স্কুল কলেজ মাদ্রাসার ধর্মীয় বিষয়ক শিক্ষকগণ জনপ্রতিনিধি উপজেলা পরিষদের বিভিন্ন কর্মচারী কর্মকর্তা ও সাংবাদকগণ উপস্থিত

Ful Sistachar

ছিলেন। কর্মশালাটি আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন।