সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নির্বাচিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এই তিন পদেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
৪৬৪৭৮ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দোয়াত কলম প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল (মন্ত্রির ভাই) পেয়েছেন ৩৪৪১২ভোট।
একইভাবে ৩৯৮৬৪ ভোট পেয়ে ভাইস চেয়াম্যান পদে নির্বাচিত হয়েছেন জামায়াতের উপজেলা সেক্রেটারী মঞ্জুরুল কাদের (উড়োজাহাজ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিউবওয়েল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া পেয়েছেন ৩০৪৯৭ ভোট।
অপরদিকে,  ৪৯৫০৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসিনা পারভিন (ফুটবল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলস প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী নিরু সামসুন্নাহার পেয়েছেন ২১১১৬ ভোট।