শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী থানা পুলিশ কর্তৃক ৩৬ বোতল ফেন্সিডিলসহ ১জন আটক

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শুক্রবার সকাল ১১টায় পৌর শহরের ঢাকা মোড় নামক স্থান থেকে স্কুল ব্যাগে পাচার করার সময় ৩৬ বোতল ফেন্সিডিলসহ ২ শিশুসহ ১জনকে আটক করে ফুলবাড়ী থানা পুলিশ। পরে শিশু ২টিকে তার মায়ের জিম্মায় জামিন দিয়ে পাচারকারীকে জেল হাজতে প্রেরণ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটককৃত ফেন্সিডিল বহনকারী হলেন, বিরামপুর থানার ভগবতীপুর গ্রামের সিরাজ শেখের ছেলে মিজানুর রহমান ডাবলু (৩৬)। এ বিষয়ে ফুলবাড়ী থানার এসআই শাহ্ আলম বাদী হয়ে ৩জনকে আসামী করে মাদক বিরোধী আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামীরা হলেন, একই উপজেলার শৈলেন গ্রামের ইনছের আলীর ছেলে রাজু (২২), বেনুপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আনোয়ার (২৫)।
ফুলবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম জানান, মিজানুর রহমান তার ২ শিশু সন্তান লতিফ (৯) ও সুমনা (৭) কে সঙ্গে নিয়ে তাদের স্কুল ব্যাগে করে (৩৬) বোতল ফেন্সিডিল পাচার করার উদ্দেশ্যে রংপুরের দিকে যাচ্ছিল। তাকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ঢাকা মোড় নামক স্থানে তাদের স্কুল ব্যাগ দু’টি তল্লাশী করে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মিজানুরসহ তার ২ শিশু সন্তানকে আটক করা হলেও সে শিশুদেরকে ওই দিন বিকেলে শিশু দু’টির মা লিপি বেগমের জিম্মায় শিশু লতিফ ও সুমনাকে জামিন দেয়া হয়। মিজানুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Spread the love