
দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী খনি বাস্তবায়নের প্রস্তাবকারী বহুজাতিক কোম্পানী এশিয়া এনার্জির প্রধান গেরিল আই খনি এলাকায় মতবিনিময় করার প্রতিবাদে তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ও ফুলবাড়ী সম্মিলিত পেশাজীবী সংগঠনের ডাকা ফুলবাড়ীতে রাজপথ-রেলপথ অবরোধ শান্তিপূর্ণ ভাবে চলছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় স্থানীয় নিমতলা মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। ফুলবাড়ী বাসষ্টান্ড ও রেল ষ্টেশনে অবস্থান নিয়েছেন তাঁরা। শহরের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল চলছে। আজকের কর্মসূচীকে সমর্থন জানিয়ে সকল প্রকারের দোকান-পাট বন্ধ রেখেছে স্থানীয় ব্যবসায়ীরা।
তেলগ্যাস খনিজ সম্পদ ও বিদুৎবন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল জানান, এই এলাকা থেকে এশিয়া এনার্জির কার্যালয় প্রত্যাহার এবং গেরিল আইকে গ্রেফতারের দাবিতে আমরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচী পালন করছি। প্রশাসন যদি কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরো কঠোর কর্মসূচী আসবে।
সম্মিলিত পেশা জীবি সংগঠনের আহবায়ক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক জানান, আমাদের আন্দোলন সরকার কিংবা ব্যক্তি কেন্দ্রিক কারো বিরুদ্ধে নয়। এটা আমার অস্তিত্ব, ফুলবাড়ী আমার অহংকার। আমার পরিচয় ফুলবাড়ীর রক্ষার আন্দোলন। তাই ফুলবাড়ীকে রক্ষায় সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছে। এই জনস্রোত কোন ভাবে দমানো যাবে না।
ফুলবাড়ী থানার ওসি এবিএম রেজাউল করিম জানান, এখন পর্যন্ত কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্ত্তত রয়েছে।
প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী রাজারামপুর এলাকার এশিয়া এনার্জির অফিসে ফুলবাড়ী এলাকার ঐ কোম্পানীর কয়েকজনের সঙ্গে মতবিনিময় করেন এশিয়া এনার্জির কোম্পানীর বাংলাদেশ কান্ট্রি প্রধান গেরিলআই। এই খবর লোক মুখে ফুলবাড়ী পৌর বাজারে ছড়িয়ে পড়লে ফুলবাড়ী বাসির মধ্য উত্তেজনা ছড়িয়ে পড়ে, এই সময় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখ নেতৃবৃন্দরা দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে অবস্থান নেয় এবং মহা সড়ক অবরোধ করেন।
এ সময় ফুলবাড়ী যমুনা ব্রিজের পার্শেব পুলিশ ব্যারিকেট দিলে বিক্ষুদ্ধ জনগণ পুলিশের ব্যারিকেট ভেঙ্গে গিয়ে এশিয়া এনার্জীর অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করে আগুন জ্বালিয়ে দেয়। পরে অফিসের সামনে থাকা এশিয়া এনার্জির দুটি গাড়ী ভাংচুর করা হয়।