
শেখ সাবীর আলী,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্বিক অবস্থাসহ লেখাপড়ার ধারা অব্যাহত রাখতে মতবিনিময় সভা শুক্রবার বেলা ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকার যৌথ উদ্দেগ্যে এই মতবিনিময় সভায় ম্যানেজিং কমিটির সভাপতি আতাউর রহমান মিল্টন এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমিনা খাতুন। বক্তব্যে তিনি প্রধান শিক্ষিকা হিসাবে দায়ীত্ব নেয়ার পর থেকে তার কর্ম জীবনের সকল কাজের বর্ণনা তুলে ধরেন এবং ২০১৫ সালের ৬ জানুয়ারী তার চাকুরীর মেয়াদ শেষ হওয়ার কথা উল্লেখ করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের প্রাক্তন প্রফেসর মোজাহার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা প্রবীন শিক্ষক নাজিম উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, ওয়াকার্স পাটির নেতা হামিদুল হক, সিপিবি এর ফুলবাড়ী শাখার সাধারণ সম্পাদক এসএম নুরুজ্জামান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক দেশ মা পত্রিকার সম্পাদক অমর চাঁদ গুপ্ত অপু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ সাবীর আলী, সাংবাদিক রজব আলী, আফজাল হোসেন, রাকিব হাসান জনি, এড. শাহজাহান আলী, ম্যানেজিং কমিটির সদস্য প্রভাষক সুলতান হোসেন, সাবেক পৌর কাউন্সিলর নুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হোসেন প্রমুখ।
সভায় প্রধান শিক্ষিকা তার বক্তব্যে বলেন ২০০৩ সালে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসাবে দায়ীত্বভার গ্রহন করার সময় বিদ্যালয়ে ছাত্রী ছিল মাত্র ১৫ থেকে ২০ জন। বিদ্যালয়ের কোন অবকাঠামো ছিল না বিধায় এখানে কোন ছাত্রীও ভর্তি হত না। তিনি বিদ্যালয়ের দায়ীত্ব নেয়ার পর বাড়ী বাড়ী গিয়ে ছাত্রী ভর্তি করে এই বিদ্যালয়টি পুনরায় চালু করেছেন, এখন বিদ্যালয়ে ছাত্রী সংখ্যা সাড়ে ৪০০ জন বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন বিদ্যালয়ে কোন ফান্ড ছিল না, উপরোন্তু ৪০ হাজার টাকা বিদ্যালয়ের বিদ্যুৎ বিল বাকী ছিল। বর্তমানে বিদ্যালয়ের কোন দেনা নেই অথচ ২ লক্ষাধিক টাকার উপরে বিদ্যালয়ের অর্থ জমা রয়েছে। একেবারে ভগ্নদশা ও দৈন দশা থেকে তিলে তিলে এই বিদ্যালয়টি গড়ে তোলার কথা তিনি অবিভাবকসহ উপস্থিত অথিতিদের অবহিত করেন এবং একই সাথে বিদ্যালয়টিকে আগামী দিনে এগিয়ে নেয়ার জন্য সকলের নিকট সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়। বিদ্যালয়টি স্থাপিত হওয়ার পর এই অঞ্চলের নারী শিক্ষার অগ্রগতিতে ব্যাপক ভূমিকা রাখে। কিন্তু ১৯৯০ সালের পর থেকে ২০০৩ সাল পর্যন্ত বিদ্যালয়টির অব্যবস্থাপনা ও প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতায় একেবারেই বন্ধ হওয়ার উপক্রম দেখা দেয় এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি। ২০০৩ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকা সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান তৎকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন নেছাকে অপসারণ করে বর্তমান প্রধান শিক্ষিকাকে দায়িত্ব দেয়ার পর থেকে এই বিদ্যালয়টি পুনরায় দাড়িয়ে যায়। প্রধান শিক্ষিকার চাকুরীর মেয়াদ শেষ হয়ে আসায় আবারও বিদ্যালয়টিকে বর্তমান চলমান অবস্থা আরও তরান্বিত করার জন্য গতকাল শুক্রবার বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের অভিভাবক ও সুধিজনদের নিয়ে এই মতবিনিময় সভা করেন বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষিকা।
মতবিনিময় সভায় ফুলবাড়ী পৌর এলাকার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও বিদ্যালয়ের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।