রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী বিজিবি কর্তৃক মাদকসহ ১৫লক্ষাধিক টাকার মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যগণ দিনাজপুর সদর, বিরামপুর উপজেলা ও ফুলবাড়ী উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ১৫লক্ষ ৩৯হাজার ৬শত ৫৯টাকার বিভিন্ন মালামাল আটক করেছে।

 

দিনাজপুর সদর উপজেলাস্থ মোহনপুর ব্রীজ চেকপোষ্ট, বিরামপুর উপজেলাস্থ বালুপাড়া, দামদরপুর, পাতানছড়া পাগলিপাড়া, ফুলবাড়ী উপজেলাস্থ চাপড়া, বারাই বাজার, বেগমমোড় এলাকায় রবিবার সন্ধ্যা ৬টা হতে সোমবার সকাল ১০টা পর্যমত্ম পৃথক অভিযান চালিয়ে উক্ত মালামাল আটক করে।

 

২৯ বিজিবি অধিনায়ক লে. কর্লেন জাহীদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ১২৩ বোতল ফেন্সিডিল, ১০ টি ভারতীয় বাইসাইকেল, বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, শাড়ী, শার্ট পিচ,প্যান্ট পিচ, সাইকেলের পার্টস, ইমিটেশন সামগ্রী, আপেলসহ অন্যান্য মালামাল আটক করা হয়েছে। আটক মালামালের আনুমানিক মুল্য ১৫লক্ষ ৩৯হাজার ৬শত ৫৯ টাকা।

 

Spread the love