
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী রেলষ্টেশনের পরিত্যাক্ত ১২টি ঘর পড়ে রেয়েছে। চুরি হচ্ছে এ্যাঙ্গেল,টিন ও ঘরের ইট। সরকার হারাচ্ছে রাজস্ব। সরকারি ভাবে নিলাম দিয়ে ঘরগুলি বিক্রয় করলে বিপুল পরিমান রাজস্ব আয় হবে রেলের। কিন্তু সরকার পরিত্যাক্ত ঘরগুলি নিলাম না করে ফেলে রাখার কারনে কয়েক লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছেন। রেলওয়ের কর্তৃপক্ষ দেখেও কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৪০ বছর ধরে পড়ে রয়েছে রেলওয়ের ১২টি ঘর। রেল কর্তৃপক্ষ নিলাম দিয়ে ঘরগুলি বিক্রয় করলে এক দিকে রাজস্ব বাড়বে অন্য দিকে বিক্রয় না করলে দিনের পর দিন পড়ে থাকলে চুরি হয়ে যাবে কয়েক লাখ টাকার সম্পদ। এ ব্যাপারে স্থানীয় ষ্টেশন মাষ্টারের সাথে ও পার্বতীপুর পিডব্লিউডির সাথে কথা বললে তারা জানান সরকার নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা নিলে আমরা অবশ্যই নিলাম দিব। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা কোন কার্যক্রম করতে পারব না। এ ব্যাপারে স্থানীয় বিভিন্ন মহল মনে করছেন রেলওয়ের ১২টি পরিত্যাক্ত ঘর ফেলে না রেখে নিলাম দিলে সরকারের বিপুল পরিমান রাজস্ব বাড়ত। তাই রেলওয়ের কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন এলাকার সচেতন মহল।