
কাশী কুমার দাস,স্টাফ রিপোর্টার : গতকাল মঙ্গলবার ফুলবাড়ী কলেজের ৫০ বছর প্রতিতে শিা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর কর্তৃক ৫ বিষয়ে অনার্স কোর্স চালু হওয়াতে বিশিষ্ট সমাজ সেবক, এলাকার নিবেদিত প্রাণ লৌহ মানব মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) শিা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুরের উপাচার্য্য মহোদয়কে গভীর কৃতজ্ঞনা প্রকাশ করে পত্র প্রদান করেছেন।
ফুলবাড়ী কলেজের ৫০ বছর পূর্তিতে মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) কর্তৃক দেয়া আবেদনের সূত্রে জানা যায় বাদশা চৌধুরীর পিতা সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরী এলাকার শিার্থীদের শিার মান উন্নয়নে কলেজটির প্রতিষ্ঠা করেন। তারই ধারাবাহিকতা রা করে বাদশা চৌধুরী কলেজের উন্নয়নে এগিয়ে আসেন। তার অকান্ত পরিশ্রমের ফসল হলো কলেজে অংক, বাংলা, ইংরেজী, রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন শাস্ত্রের উপর অনার্স কোর্স চালু করা সহ শিা মন্ত্রাণায় কর্তৃক ১৪ জন শিক নিয়োগ, একাডেমী ভবন ও শিকদের বাসস্থান নির্মানের জন্য চেষ্টা চালানো। তার শেষ স্বপ্ন ও এলাকাবাসীর দীর্ঘ দিনের প্রত্যাশা হলো ফুলবাড়ী সরকারি কলেজে আগামীতে বিশ্ববিদ্যালয় কলেজে রুপান্তর করা।