দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রী অফিস যেখানে অনিয়মে হয়েছে নিয়ম। প্রতি ১০০টি দলিলের মধ্যে ১০ ভাগ দলিল রেজিষ্ট্রী হয় ভূয়া খারিজ পর্চা দিয়ে। এতে করে কতিপয় অসাধু দলিল লেখক ও সাব-রেজিষ্ট্রী অফিসের অসাধু কর্মকর্তারা আঙ্গুল ফুলে কলা গাছ হলেও প্রতারিত হচ্ছে ভূমি ক্রেতাগণ। সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব।
সাব-রেজিষ্ট্রী অফিসের একাদিক সূত্রে জানা গেছে, বর্তমান ভূমি হস্তান্তর আইন অনুসারে জমি হস্তান্তর দলিল রেজিষ্ট্রী করতে হাল সনের খাজনা পরিশোধের রশিদসহ ক্রেতার নামে জমা খারিজের প্রয়োজন হয়। কিন্তু কতিপয় অসাধু দলিল লেখক সাব-রেজিষ্ট্রী অফিসের অসাধু কর্তা ব্যক্তিদের সঙ্গে যোগসাজ করে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে ভূয়া জমা খারিজ ও ভূয়া খাজনা রশিদ তৈরি করে দেধারচ্ছে চালাচ্ছে দলিল রেজিষ্ট্রীর কাজ।
কয়েক জন প্রবীণ দলিল লেখক নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন কিছু দলিল লেখক রয়েছে তারা কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ভূয়া জমা খারিজ দিয়েই চালিয়ে যাচ্ছে তাদের কাজ। তারা অভিযোগ করে বলেন, সাব-রেজিষ্ট্রী অফিসে কর্মরত কয়েক জন দলিল লেখক নিজেরাই সহকারী কমিশনার (ভূমি)’র সীল সহি জাল করে নিজেরাই তৈরি করছে ভূয়া জমা খারিজের পর্চা, ডিসিআর ও ভূয়া খাজনা পরিশোধের রশিদ। দলিল লেখক আবু তাহের ও মনছুর আলী মন্ডল অভিযোগ করে বলেন, তাদের এক পরিচিত আত্মীয় বিনা খারিজে জমি রেজিষ্ট্রী করতে আসায় তারা ফিরে দিয়েছিল। কিন্তু পরক্ষনে দেখা গেছে, তাদের ফিরিয়ে দেয়া ওই ভূমি মালিকের দলিলটি জনৈক এক দলিল লেখক ভূয়া খারিজ দিয়েই দলিল রেজিষ্ট্রীর কাজ সম্পূর্ণ করেছে। তারা এই ঘটনা দেখে হতবাগ হয়েছেন। একই অভিযোগ করেন দলিল লেখক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম।
তবে এ বিষয়ে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রার তাপস কুমার এর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তার সঙ্গে যোগসাজের কথা অস্বীকার করে বলেন, আমার জনবল সংকট তাই ভূয়া খারিজ সনাক্ত করা সম্ভব নয়। এ জন্য তিনি ভূমি ক্রেতাগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) এবিএম রওশন কবির বলেন, ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রী অফিসের একটি জালিয়াতকারী চক্র ভূয়া সীল সহি জাল করে ভূয়া খারিজ পর্চা, ডিসিআর, খাজনার দাখিলাসহ রেকর্ডের জাবেদা কপি ও জাল দলিল তৈরি করছে। যার কারণে প্রতিনিয়ত ভূমি মালিকানাধীন জটিলতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তবে তিনি ঐ চক্রটিকে ধরার জন্য আইনী পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
এদিকে ভূয়া খারিজ পর্চা দিয়ে জমি রেজিষ্ট্রী হলেও ঐ দলিল দিয়ে আর পুনরায় ভূমি জমা খারিজ করতে না পেরে পদে পদে ঘুরছেন প্রতারিত হওয়া ঐ সকল ভূমি মালিকগণ। তারা সাব-রেজিষ্ট্রী অফিসের এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য সকল সংশিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।