ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সীমান্ত এলাকায় চোরাচালান অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কতা। প্রায় ২৮০ কিলোমিটার সীমান্ত এলাকার ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশ কারীদের ঠেকাতে বিজিবি’র সতর্কতা। সীমান্তে এপার থেকে অবৈধ পন্থায় ভারত গামী কিছু লোক বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি’র সদস্যরা সীমান্তে কড়া নজর রাখছে। শুধু বাংলা হিলি হাকিমপুর সীমান্ত এলাকার ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারীরা ভারতে যাতায়াত করছে। তেমনি ভারত থেকে বৈধ পন্থায় ভারতীত নাগরিকরা পাসপোর্ট মাধ্যমে বাংলাদেশে আসছে। তবে সীমান্ত এলাকায় অবৈধ ভাবে যাতে কোন দেশের নাগরিক যাতায়াত করতে না পারে সে জন্য এই সীমান্তে সতর্কতা রাখা হচ্ছে। কেননা এক শ্রেণী চোরাকারবারীরা চোরাচালান ব্যবসা জোরদার করার জন্য সীমান্ত এলাকায় তৎপরতা চালাচ্ছে তাদের এই অবৈধ ব্যবসা বন্ধ কল্পে এবং জঙ্গীবাদ তৎপরতার কারণে সীমান্তে বিজিবিকে কড়াকড়ি নজর আরোপ করার নিদের্শ দেন। ভারতীর বিএসএফ তাদের এলাকায় কাঁটাতারে বেড়া এবং সার্চলাইট স্থাপন করছেন। তারা দিনরাত সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে। এদিকে দিনাজপুরের বাংলা হিলি হাকিমপুর সীমান্ত এলাকা দিয়ে বেশ কিছু লোকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করে এবং বেশ কিছু লোকজনকে আটক করে। ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এম. জাহিদুল রশীদ (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচার, অবৈধ পন্থায় ভারত গমন এবং সীমান্তে ওপার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে আমি সীমান্ত এলাকার সকল বিজিপি’র ও কোম্পানি কমান্ডাদেরকে কড়া নিদের্শ দিয়েছি। অপর দিকে সীমান্ত এলাকার জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিদেরকে সচেতনা বৃদ্ধি করার জন্য আহ্বান করেছি। তিনি বলেন, ৪০ বিজিবি’র আওতায় থাকা কালীন আমি সীমান্তে চোরাচালান দমন অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকার ভারতীয় মাদকসহ বিভিন্ন মালামাল আটক করি এবং সরকারের নির্দেশ মোতাবেক বিপুল পরিমাণ মাদক ধ্বংস করি । দেশে যুবক সমাজকে বাচাতে সীমান্তে চোরাচালান প্রতিরোধ গড়ে তুলতে হবে।