রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী সীমান্তে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী সীমান্তে বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে অবৈধ চোরাচালান, সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে জনসচেতনতা মূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র আয়োজনে সীমান্তে অবৈধ চোরাচালান অনুপ্রবেশ রোধ কল্পে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কোরবান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ খালেকুজ্জামান (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর বিজিবির অতিরিক্তি পরিচালক (অপারেশন) মেজর এ এস এম রবিউল হাসান, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা, ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু হায়দার মোঃ ফয়জুর রহমান, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর সরকার, কাজিহাল ইউপির সদস্য মোঃ কামরুজ্জামান, এলুয়াড়ি ইউপির সদস্য মোঃ মতিয়ার রহমান, কাজিহাল ইউপির ৯নং ওয়ার্ডের সাবেক মহিলা সদস্যা মোছাঃ আঞ্জুয়ারা বেগম। মত বিনিময় ও জনসচেতনতা মূলক সভাটি পরিচালনা করেন ফুলবাড়ী ২৯ বিজিবির অতিরিক্ত পরিচালক অপারেশন অফিসার মোঃ মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী। মতবিনিময় সভায় সীমান্ত এলাকার প্রায় ৪ শতাধিক জনসাধারণ, স্কুল কলেজ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, স্থানীয় সুধিজন, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিজিবির পদস্থ সৈনিকগণ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love