দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীটি সুজাপুর মডেল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যমত্ম বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোঃ কামরুজ্জামান, রেজাউল করিম, মিজানুর রহমান ও খোকন মহন্ত নির্বাচিত হয়েছে। তাদের নিকট এম প্রতিদন্ধি ছিলেন, মোহাম্মদ শাহারিয়া আলম, মহির উদ্দীন, সিদ্দিকুর রহমান ও চৌধুরী মোহাম্মদ খয়রাত হোসেন। নির্বাচনের নিটানিং অফিসারের দায়িত্ব পালন কারী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা আঃ ছাত্তার জানায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহনের শেষে ভোট কেন্দ্রীয় থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে। তিনি আরোও জানান মোট ১২৬০ জন ভোটের মধ্যে ৭৮৭জন ভোটার তাদের ভোটারাধীকার প্রয়োগ করেছেন। তার মধ্যে ৫৭৮টি ভোট পেয়ে কামরুজ্জামান, ৪৮৭ ভোট পেয়ে রেজাউল করিম, ৪৮৪টি পেয়ে মিজানুর রহমান, ও ৪৬৭টি ভোট পেয়ে খোকন মহন্ত নির্বাচিত হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি পদে খায়রুল আলম, ফৈাজিয়া বেগম ও কেশব চন্দ্র সরকার শিক্ষকদের ভোটের নির্বাচিত হয়েছেন।