ফুলবাড়ী প্রতিনিধি : প্রাথমিক শিক্ষার মান ও শিক্ষা দান ও বার্ষিক ফলাফলে মূল্যয়নে জরিপে রংপুরে বিভাগের সেরা বিদ্যালয় হিসেবে নিবার্চিত হয়েছে দিনাজপুরের জেলা ফুলবাড়ী উপজেলার সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের গত ৫ বছরের সমাপনী পরিক্ষা, বৃত্তি পরিক্ষা, খেলাধুলা, জাতীয় দিবস সমূহ উপস্থিতি গড় হার এর ধারাবাহিকতাসহ ৩৩টি বিষয় মূল্যয়নে ভিক্তিতে গতকাল সোমবার রংপুর বিভাগীয় কমিশনার দিলোয়ার বখ্ত এই ফলাফল ঘোষণা করেন।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস.কে মোহাম্মদ আলী বলেন, আমি সহ বিদ্যালয়ে সকল শিক্ষক তাদের নিরলস প্রচেষ্টা তারা এই সম্মানের অধিকারী হয়েছেন। এই ধারাবাহিকতা আগামী দিনের অব্যাহত রাখা জন্য সকলে সহযোগিতা কামনা করেছে। উলেখ্যে গত ৫ বছর থেকে সমাপনির ফলাফলের সুজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর জেলার শীর্ষ্ট স্থান অধিকার করে আসছেন।