শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯বিজিবি’র অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় জুতা আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারত থেকে অবৈধ ভাবে আসা জুতা আটক করেন।

 

ফুলবাড়ী ২৯ বিজিবি সূত্রে জানা যায়,  বুধবার দিবাগত রাত(৩০জুন) সাড়ে ৩ টায় গোপন সূত্রের সংবাদ পেয়ে ২৯ বিজিবি’র সদর দপ্তর থেকে নায়েক সুবেদার নুরুল আমিন এর নেতৃত্বে বিজিবি’র সদস্যদের নিয়ে বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া ও কাটলা সীমান্ত এলাকায় ওৎ পেতে থাকলে ১টি ট্রাক বিরামপুর হয়ে ঢাকা অভিমুখে যেতে থাকলে ট্রাকটিকে ধাওয়া করে আটক করেন। আটককৃত ট্রাকটি থেকে ১৪৯ বস্তা মালামালের মধ্যে প্রত্যেক বস্তায় জুতা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। রাতেই ট্রাকটি ফুলবাড়ী ২৯বিজিবি সদর দপ্তরে আনা হয়।

 

এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলীর সাথে কথা বললে তিনি সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই বড় ধরনের চোরাচালানীর মালামাল আটক করা হয়।

Spread the love