
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে রংপুর রিজিয়ন আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০১৪ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর বিজিবি’র সেক্টর কমান্ডার হ্লাহেন মং আনুষ্ঠানিক উদ্ভোধন করেন। আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স ২০১৪ প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল এম. জাহিদুর রশীদ (পিএসসি)। আন্তঃ সেক্টর এ্যাথলেটিক্স প্রতিযোগিতা খেলাটি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এতে অংশ নেন, রাজশাহী বিজিবি সেক্টর, দিনাজপুর বিজিবি সেক্টর, রংপুর সেক্টর ও ঠাকুরগাঁও সেক্টর। এতে মোট ৪টি সেক্টর অংশ গ্রহণ করেছেন। আগামী বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে।