বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে ৭ লাখ ২১ হাজার টাকার ভারতীয় মালামাল আটক

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২১ হাজার টাকার ভারতীয় মালামাল সহ মাদক আটক করেন।

ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক, লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ নভেম্বর সীমান্ত এলাকায় বিজিবির টহল দলকে নিয়ে অভিযান চালিয়ে ৭ লাখ ২১ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল আটক করেন। আটককৃত মালামালের মধ্যে ফেন্সিডিল ১৭৭ বোতল, শাড়ী ৯ পিস, যৌনউত্তেজক ট্যাবলেট ১০,০০০ পিস, বাংলাদেশী সিমেন্ট ৩০০ কেজি, ভারতীয় মদ ১৪ বোতল, বিভিন্ন এ্যামিটেশন কড়ি ২৮২, এবং অন্যান্য মালামাল।

এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যোগদান করার পর সীমান্ত এলাকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচাররোধ, অবৈধ ভাবে সীমান্তের এপার থেকে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধকল্পে দিন রাত কাজ যাচ্ছি বিজিবির সকল সদস্যদেরকে নিয়ে । তিনি আরও জানান, সীমান্ত রক্ষায় বিজিবির সদস্যরা সবসময় দায়িত্ব নিয়ে কাজ করছেন যাতে করে সীমান্তে কোন বিশৃংঙ্খলা না ঘটে।

ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন
ফুলবাড়ী, দিনাজপুর
মোবাইলঃ ০১৮১৯৫৫১১৪১, ০১৭১২৬০৪০৯২

Spread the love