
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ২১ হাজার টাকার ভারতীয় মালামাল সহ মাদক আটক করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক, লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ৩ নভেম্বর সীমান্ত এলাকায় বিজিবির টহল দলকে নিয়ে অভিযান চালিয়ে ৭ লাখ ২১ হাজার ৫০০ টাকার ভারতীয় মালামাল আটক করেন। আটককৃত মালামালের মধ্যে ফেন্সিডিল ১৭৭ বোতল, শাড়ী ৯ পিস, যৌনউত্তেজক ট্যাবলেট ১০,০০০ পিস, বাংলাদেশী সিমেন্ট ৩০০ কেজি, ভারতীয় মদ ১৪ বোতল, বিভিন্ন এ্যামিটেশন কড়ি ২৮২, এবং অন্যান্য মালামাল।
এ ব্যাপারে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যোগদান করার পর সীমান্ত এলাকায় চোরাচালান দমন, নারী ও শিশু পাচাররোধ, অবৈধ ভাবে সীমান্তের এপার থেকে ভারতে অনুপ্রবেশ এবং সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ বন্ধকল্পে দিন রাত কাজ যাচ্ছি বিজিবির সকল সদস্যদেরকে নিয়ে । তিনি আরও জানান, সীমান্ত রক্ষায় বিজিবির সদস্যরা সবসময় দায়িত্ব নিয়ে কাজ করছেন যাতে করে সীমান্তে কোন বিশৃংঙ্খলা না ঘটে।
ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন
ফুলবাড়ী, দিনাজপুর
মোবাইলঃ ০১৮১৯৫৫১১৪১, ০১৭১২৬০৪০৯২