ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ফুলবাড়ী-বিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গত দেড় মাসে ১ কোটি ১১ লাখ সাড়ে ৫ হাজার টাকার মাদকসহ বিভিন্ন পণ্য সীমান্ত থেকে আটক করেন। ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) জানান, গত সাড়ে মাসে ফুলবাড়ী, বিরামপুর সীমান্ত এলাকায় টহল বিজিবি’র সদস্যদেরকে নিয়ে গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ১ কোটি ১১ লাখ ৫ হাজার ৪০০ টাকার মাদকসহ বিভিন্ন পণ্য আটক করেন। এর মধ্যে গত ১২ নভেম্বর ২০১৪ ইং তারিখে ফেন্সিডিল ৪৭ বোতল, ভারতীয় মদ ২২ বোতল, গাঁজা ১৭০ কেজি এবং গত দেড় মাসে মোটর সাইকেলসহ ভারতীয় শাড়ী, কসমেটিক্স, প্যাথেডিন ট্যাবলেট, সার, সিমেন্ট ও আরও অন্যান্য মালামাল আটক করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল এম জাহিদুর রশীদ (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধকল্পে সকল বিওপি’র বিজিবি সদস্যদেরকে সজাগ থাকার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি সীমান্তে যাতে কোন প্রকার চোরাকারবারী সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করতে না পারে এবং সীমান্তের ওপার থেকে কোন ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য বিজিবি’র সদস্যরা দিন রাত দায়িত্ব নিয়ে কাজ করছে।