
দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ি উপজেলা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিজিবি বিপুল পরিমাণ ফেন্সিডিল, থ্রি-পিচ, পটকা, জিরা, শাড়ীসহ ভারতীয় বিভিন্ন প্রকার আমদানি নিষিদ্ধ মালামাল আটক করেছে। আটককৃত মালামালের মূল্য লক্ষাধিক টাকা।
ফুলবাড়ি ৪০ এর কমান্ডিং জাহিদুর রশিদ জানান, আজ ভোর রাতে বিরামপুরের বেগমমোড়, শান্তির মোড় ও ফুলবাড়ী থানার ফুলবাড়ী নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৭৩ প্যাকেট বিভিন্ন প্রকার পটকা, ৩০টি শার্টের পিচ, ১৫টি শাড়ী, ষ্টিল সামগ্রী, ইমিটেশন, প্রসাধনী, জিরাসহ ১৬৫ বোতল ফেন্সিডিল আটক করে। আটককৃত মালামালের মূল্য ১ লক্ষ ৮৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের জন্য পার্বতীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা আটককৃত মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টমস অফিসে জমা করা হয়েছে।