
ফের শুরু হচ্ছে ভারতের কুচবিহার জেলা সদরে অবস্থিত বিএসএফের সেক্টর সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স কোর্টে শুরু হচ্ছে ফেলানী হত্যা মামলার বিচার।
সোমবার ভারতীয় বিএসএফের আদালতে সাক্ষ্য দেয়ার কথা ফেলানীর বাবার। এ কারণে আজই ভারত রওয়ানা হবেন বিজিবির ভারপ্রাপ্ত পরিচালক মেজর এটিএম হেমায়েতুল ইসলাম, সরকার পক্ষের আইনজীবী এডভোকেট আব্রাহাম লিংকন (পিপি) ও ফেলানীর বাবা নুরুল ইসলামসহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর এটিএম হেমায়েতুল ইসলাম জানান, বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের পক্ষ থেকে কমান্ডেন্ট ভিপি বাদলা শুক্রবার দুপুরে এক ফ্যাক্স বার্তায় বিচার কার্যে সাক্ষ্য দেয়ার জন্য ফেলানীর বাবা নুরুল ইসলাম, বিজিবি পরিচালক ও সরকার পক্ষের আইনজীবীকে আজ রোববার ভারতে যাওয়ার আহবান জানিয়েছেন। পরদিন সোমবার আদালতে ফেলানীর বাবা নুরুল ইসলাম সাক্ষ্য দেবেন।
এদিকে, ৪৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ফুলবাড়ি উপজেলায় অনন্তপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ফেলানীর গ্রামের বাড়ি নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারিতে ফেলানীর বাবা নুরুল ইসলামের সঙ্গে দেখা করে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর ৩ সদস্যের প্রতিনিধি দল সকাল সাড়ে ৯টায় একই আদালতে সাক্ষ্য দেয়ার জন্য রওনা হয়ে লালমনিরহাট জেলার বড়বাড়ী এলাকায় পৌঁছার পর বিএসএফের ১৮১ ব্যাটালিয়নের পক্ষ থেকে কমান্ডেন্ট ভিপি বাদলা ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম স্থগিত করার খবর মোবাইলে জানান । সেসময় তারা মাঝপথ থেকে কুড়িগ্রামে ফিরে আসেন। এরপর আবার এ মামলার পুনর্বিচারের কার্যক্রম শুরুর কথা শুক্রবার ফ্যাক্স বার্তায় জানানো হয়।
ফেলানীর বাবা নুরুল ইসলাম জানান, আমাকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে শনিবার বিজিবি কুড়িগ্রাম সদর দফতরে ডাকা হয়েছে । এবার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার পেলে আমার মেয়েটার আত্মা শান্তি পাবে বলেও তিনি জানান।
সরকার পক্ষের আইনজীবী এডভোকেট আব্রাহাম লিংকন জানান, এ মামলাটির জরুরি নিস্পত্তি উভয় রাষ্ট্রের জন্য প্রয়োজন। কারণ মামলাটির ইতিবাচক ফলাফল আন্ত:রাষ্ট্রীয় সীমান্ত ব্যবস্থাপনার জন্য উদাহরণ হতে পারে। সেই সঙ্গে ইতিবাচক রায়ের মাধ্যমে আসামির সাজা নিশ্চিত হলে ভারতীয় বিচার ব্যবস্থার ভাবমূর্তি উজ্জ্বল হবে। আর এজন্যই তিনি ফেলানীর বাবার সাথে কুচবিহারে যাবেন বলেও জানান।