শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফেলানী হত্যার রায় পুনর্বিবেচনার কার্যক্রম শুরু

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের গুলিতে ফেলানীর মৃত্যু নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা হয়। আজ সোমবার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুন হত্যার রায় পুনর্বিবেচনার কার্যক্রম শুরু হয়েছে। এজন্য গতকাল রবিবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গিয়ে পৌঁছেছেন ফেলানীর বাবা নুরুল ইসলাম। প্রায় ১ বছর বাদে গত ২২ সেপ্টেম্বর বিএসএফের বিশেষ আদালতে ফেলানী হত্যার রায় পুনর্বিবেচনার কার্যক্রম শুরু হলেও ৫দিন পর ২৭ সেপ্টেম্বর এ কার্যক্রম স্থগিত হয়ে যায়। দু’মাস পরে আজ সোমবার আবারও এ কার্যক্রম শুরু হয়েছে।
পসঙ্গত ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে কাঁটাতারের বেড়া পার হবার সময় বিএসএফের গুলিতে নিহত হন ফেলানী খাতুন। দীর্ঘ সময় তার মৃতদেহ কাঁটাতারে ঝুলে থাকে এবং এই ছবি প্রকাশিত হলে দেশে ও বিদেশে তা সমালোচনার ঝড় তোলে। পরে ২০১৩ সালে এই হত্যার বিচার শুরু করে ভারত সরকার। বিচারে অভিযুক্ত বিএসএফ সদস্যকে বেকসুর খালাস দেয়া হয়। এতে আবারও সমালোচনা হলে রায় পুনর্বিবেচনার আশ্বাস দেয় বিএসএফ।

Spread the love