
ফ্রান্সের আল্পস পর্বতমালায় জার্মান উইংসের বিধ্বস্ত বিমানের উদ্ধার অভিযান চলছে। তবে বিমানটির ১৫০ আরোহীর কেউই বেঁচে নেই বলে বিবিসির সূত্রে জানা গেছে।
স্পেনের বার্সালোনা থেকে দুসেলদের্ফে যাওয়ার পথে ৪ইউ ৯৫২৫ ফ্লাইটের এয়ারবাস এ৩২০ বিধ্বস্ত হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ করা সম্ভব হয়েছিল।
বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তারা আশা করছেন, বুধবারই তারা বিমানটির ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করতে সক্ষম হবেন।
স্পেন কর্তৃপক্ষের ধারণা, বিমানটিতে তাদের ৪৫ নাগরিক ছিল। দেশটিতে ইতোমধ্যে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোয়। এ ছাড়া বিমানটিতে অস্ট্রেলিয়া, তুরস্ক, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের নাগরিক ছিল।
বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। প্রথমে তুষারধসের কথা ভাবা হলেও এখন পর্যন্ত এ ধরনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিতে সন্ত্রাসী হামলা চালানোর ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।