
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম বলেছেন, সুস্থ্য জাতি গঠনে চিকিৎসা অপরিহার্য্য। হোমিও চিকিৎসায় কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অল্প খরচে ভালো চিকিৎসার মাধ্যম হলো হোমিও চিকিৎসা। বিশেষ করে গরীব, দুঃস্থ, দরিদ্র মানুষের চিকিৎসর ক্ষেত্রে হোমিও চিকিৎসা যথেষ্ঠ অবদান রাখছে।
গতকাল বুধবার লায়ন্স ক্লাব অব দিনাজপুর আয়োজিত লায়ন সেবামাস-২০১৫ উপলক্ষে দুঃস্থ, গরিব মানুষের মাঝে ফ্রি হোমিও চিকিৎসা এবং ঔষধ বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারী লায়ন আরএইচ ফরুক শামীম, লায়ন লুৎফর রহমান মিন্টু, লায়ন জিএবী সিদ্দিক চৌধুরী, লায়ন জামিল আহাম্মেদ ভোলা, লায়ন প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন, লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম, লায়ন সৈয়দ মিজানুর রহমান মুন্না, লায়ন শাহানা ইসলাম, সেবা মাস-২০১৫ উদযাপন উপ-কমিটির আহবায়ক লায়ন আলহাজ্ব মোকাররম হোসেন খান, লায়ন আলহাজ্ব রেজওয়ান চৌধুরী রানা, লায়ন সাইদুর রহমান ও লায়ন সাহারা খানম গিনি । লায়ন্স ভবনে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ হান্নান গরীব, অসহায়, দরিদ্র মানুষের মাঝে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।