
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আল্লাহর সৃষ্টির সেরা জীব মানুষ আর মানুষের সৃষ্টি বই। বই ব্যক্তি জীবন, সমাজ জীবন ও রাষ্ট্রকে আলোকিত করে এবং জাতিকে করে সভ্য।
তিনি বলেন, জীবনকে সমৃদ্ধ করতে বইয়ের কোন বিকল্প নেই। সমাজ, দেশ এবং পৃথিবীকে আলোকিত করতে বইয়ের ভূমিকা সার্চ লাইটের মতো। তিনি সকলের প্রতি বেশী করে বই পড়ার মাধ্যমে জীবনকে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
৪ নভেম্বর মঙ্গলবার শহরের হাসপাতাল মোড়স্থ নাজমা-রহিম ফাউন্ডেশন মিলনায়তনে দিনাজপুর নজরুল পরিষদ আয়োজিত নজরুল পরিষদের বার্ষিক প্রকাশনা ‘‘অগ্নিসেতু’’র ২য় সংখ্যা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর নজরুল পরিষদের আহবায়ক ডাঃ মোঃ শহীদুল ইসলাম খাঁন-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব নিজাম উদ্দীন আহমেদ রয়েল-এর সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল পরিষদের সদস্য আশিকুল্লাহ শাহ, শফিকুল ইসলাম, ফেরদৌসার রহমান, হাসান আলী শাহ, রবিউল আউয়াল খোকা, নজরুল ইসলাম, লাল মিয়া, আব্দুল কুদ্দুস তড়িৎ, নুরুল মতিন সৈকত, তৌহিদুল ইসলাম, হাবিবুল ইসলাম বাবুল, মাসুদ মুস্তাফিজ, রহমতুলvহ রহমত প্রমুখ।