
জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়েস অব আমেরিকাকে (ভোয়া) দেওয়া এক সাক্ষাৎকারে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া প্রসঙ্গে এভাবেই বলছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে তিনি ভোয়ার প্রতিনিধি ও প্রবীণ সংবাদপাঠক সরকার কবীরউদ্দিনকে একটি সাক্ষাৎকার দেন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, উন্নয়ন, অগ্রগতি, বিচার বিভাগ, সম্প্রচার নীতিমালা, এক্সট্রা জ্যুডিসিয়াল কিলিং, সংবিধানের ষোড়শ সংশোধনীসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। একই সঙ্গে তিনি সরকারের সফলতার চিত্রও তুলে ধরেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি নিয়েও কথা বলেন।
শেখ হাসিনা আরও বলেন, ‘বঙ্গবন্ধুই প্রথম নারী শিক্ষাকে অবৈতনিক করে দিয়েছিলেন। তার দেখানো পথ ধরে আমি এবং আমার সরকার অনেক পদক্ষেপ নিয়েছি। এ ছাড়া নারীকে অর্থনৈতিকভাবে সচ্ছলতা এনে দিতে বিধবা ও স্বামী পরিত্যক্তাদের ভাতার ব্যবস্থা করেছি।’
একটি দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়াই আমার সরকারের সবচেয়ে বড় কাজ। আমি সে কাজটিই করে যাচ্ছি। এ জন্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই আমি। আর ২০৪১ সালে দেখতে চাই এক আধুনিক ও উন্নত বাংলাদেশ।’
‘আমার সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করে না। আমি বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী।’
‘আমাদের পররাষ্ট্রনীতির মূল প্রতিপাদ্যই হচ্ছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। তার চেয়ে বড় কথা হলো, এই আধুনিক বিশ্বে কেউ একা চলতে পারে না। আমরাও সারা বিশ্ববাসীর সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই।’
তিনি বলেন, ‘আগে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের তিন ব্যক্তি মিলে একজন বিচারকের ভাগ্য নির্ধারণ করতেন। এখন সংসদের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ২৩৪ জন সংসদ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। এটাইতো সংসদীয় গণতন্ত্রের রীতি হওয়া উচিত, না কি বলেন?