
আজহারুল আজাদ জুয়েল : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৫ পালন উপলক্ষে দিনাজপুর জেলা সরকারী গণগ্রন্থাগারের উদ্যোগে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী। এসময় পুলিশ সুপার মোঃ রুহুল আমিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আবৃত্তি প্রতিযোগিতার সার্বিক কর্মকান্ড পরিচালনা করেন সহকারী লাইব্রেরীয়ান মোঃ নুরুল ইসলাম। প্রতিযোগিতায় বিজয়ীরা ছিলেন পার্বতীপুরের প্রতিভা মডেল স্কুলের আনতারা সাঈয়্যেদা, দিনাজপুর কালেক্টরেট স্কুল ও কলেজের ইপ্সিতা রহমান অর্চি, দিনাজপুর পি,টি,আই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের লায়লাতুন রোজ, সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের আয়েশা সিদ্দিকা, দিনাজপুর ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের উমু হোসেন ও দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নাজিফা নুর নেহার।