শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর প্রতি ভারতের রাষ্ট্রপতির পুত্রের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পুত্র ও লোকসভার সদস্য অভিজিৎ মুখার্জি।

তিনি শুক্রবার বিকেলে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন-কালে জাতির পিতার প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন । এ সময়ে তিনি বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন, বিভিন্ন গ্যালারী ঘুরে ঘুরে দেখেন এবং মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

শুক্রবার সকালে অভিজিৎ মুখার্জি ৩ দিনের সফরে বাংলাদেশে আসেন

এছাড়াও অভিজিৎ মুখার্জি বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন। মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন কালে অভিজিৎ মুখার্জি বিভিন্ন গ্যালারী ঘুরে ঘুরে দেখেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার ঠাকুরদা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।’

ভারত-বাংলাদেশের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক ভাল এবং আগের চেয়ে অনেক উন্নত। ভবিষ্যতে সম্পর্ক আরো উন্নত হবে। বর্তমান গণতান্ত্রিক সরকার বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে অনেক উন্নতি করছে।’ বাংলাদেশে তিনি ৩য় বার সফর করছেন। এ দেশের আতিথিয়েতায় তিনি মুগ্ধ।

খবর- বাসস।