বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শুদ্ধা নিবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আজ সোমবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান। বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সদ্য স্বাধীন দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্বাধীনতাবিরোধী শক্তি জাতীয় এ চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তারা বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে এ চার মহান নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান মন্ত্রীর দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার স্থপতির সম্মান জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এদিকে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রিপরিষদ সদস্যবর্গ, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অনেক নেতা সেখানে উপস্থিত ছিলেন।
বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি তাদের কবরে ফুলের পাঁপড়ি ছিটিয়ে দেন এবং জাতীয় চার নেতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন।

Spread the love