বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু মধ্যরাতে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দুপুর ২টায় সেই ঘোষণাটি পাঠ করেন তৎকালীন আওয়ামী লীগের নেতা এম এ হান্নান সাহেব। আমি একটা কথা দৃঢ়ভাবে বলতে চাই- সেই বক্তব্য আবার ড্রাফট করে দেই আমরা। আমরা সেটা উনাকে (জিয়াকে) দিলাম। উনি সেটা পড়েছেন- আই মেজর জিয়া অন বিহাফ অব দি আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু ডিকলেয়ার ইনডিপেন্ডেন্ট।’

সোমবার দুপুরে জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যেখানে যুদ্ধ, সেখানেই তিনি (জিয়া) থাকতেন না। আমাদের ছেড়ে পালিয়ে যেতেন। তার সাথে থাকা একজন লেফটেন্যান্ট অসুস্থ হয়ে পরলে তাকে রেখে রামগড়ে চলে যান জিয়া। আমরা রামগড়ে গিয়ে দেখি তিনি বসে আছেন।

তিনি আরও বলেন,আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? তিনি বলেন, আমি ভারত থেকে অস্ত্র নিতে এসেছি। অর্থাৎ যেখানে যুদ্ধ, সেখানেই উনি নেই। আজ হঠাৎ এসব কথা মনে পড়ল পাশে বসা স্বাধীনতা যুদ্ধের সময়কার সাথী মেজর (অব.) রফিকুল ইসলাম ও ক্যাপ্টেন (অব.) সুবিধ আলী ভূইয়াকে দেখে। তারা আছেন, তারা বলতে পারবেন।’

মোশাররফ হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেত্রী। তার নাম সবখানে। অপরদিকে ম্যাডাম খালেদা জিয়া চ্যাম্পিয়ন অব দ্য সন্ত্রাস। চ্যাম্পিয়ন অব দ্য পেট্রোল বোম্ব হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে বাস পুড়িয়েছেন, মানুষ পুড়িয়েছেন, এমন কোনো কাজ নেই তিনি করেননি। এখনো অবরোধ হরতাল চালু আছে। উনি এটা প্রত্যাহার করেননি। নয়া জিনিস শুরু করেছেন, সেটা হলো গুপ্তহত্যা। যেভাবে ৯০ দিন পর আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে ফিরে গেছেন, যেভাবে নির্বাচন রুখতে পারেনি, সেভাবেই এই গুপ্তহত্যা বন্ধ হবে একদিন।’

Spread the love