
মোঃ মীর কাসেম লালু, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪১ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ উপলক্ষে বীরগঞ্জ হাফিজিয়া মাদরাসার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সোমবার দুপুরে বিশেষ দোয়ার মাধ্যমে শেষ হয়।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব হামিদুল ইসলাম, সম্মানিত সদস্য আলহাজ্ব মকছেদ আলী মিয়া,আলহাজ্ব গোলাম আযম কাজল, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ মীর কাসেম ’’লালু,’’ মাদ্রাসার মোহতামিম মাওলানা আবুল হাসেম,মুফতি জাহেদুল ইসলাম,হাফেজ ইমদাদুল হক, হাফেজ ইব্রাহিম সহ মাদ্রাসার সকল শিক্ষক/শিক্ষার্থীগণ।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫আগষ্টে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষ্যে মাদ্রাসার এতিম শিক্ষার্থী সহ সকল শিক্ষার্থীদের বিশেষ খাবার পরিবেশন করা হয়।