সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু হলো বাংলাদেশ এবং বাঙালী জাতির ইতিহাস-প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

Fijar Mpপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন  বঙ্গবন্ধু হলো বাংলাদেশ এবং বাঙালী জাতির ইতিহাস। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। তাঁর কর্মময় জীবনের ইতিহাস আমাদের রাজাকার ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়তে  আরো ঐক্যবদ্ধ করবে।

সোমবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আহমেদ শামিম আল রাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ রুহুল আমিন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, শহরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Spread the love