বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর বৈঠক

Pmবঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে প্রবেশ করেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। সন্ধ্যা ৬টা পর্যন্ত ৯০ মিনিটের বৈঠকে প্রধানমন্ত্রী আগামীকাল থেকে অনুষ্ঠেয় ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।রাষ্ট্রপতি নতুন সরকারের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেন।
এর আগে সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব(এপিএস) মাহমুদুল হাসান।
পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।