শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বন্দরে ৩নং সতর্ক সংকেত

WHatherউত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এরফলে উত্তর বঙ্গোপসাগর,বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, চট্রগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থারত মাছ ধরার সব ধরনের নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে আজ আবহাওয়া অধিদপ্তরের ত্রক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।