
দিনাজপুর প্রতিনিধি : সম্মিলিত পেশাজীবী পরিষদ ও ড্যাব মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন ও গনতন্ত্র নেই। গনতন্ত্র থাকলে ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারতো না। অবৈধ সরকারের কোন জনসমর্থন নেই। তারা গায়ের জুড়ে ও বন্দুকের নলের জুড়ে ক্ষমতায় টিকে আছে।
তিনি শুক্রবার বিকেলে দিনাজপুর এনজিও ফোরাম মিলনায়তনে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব ও সম্মিলিত পেশাজীবী পরিষদ দিনাজপুর জেলা শাখা আয়োজিত পৃথক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড্যাব দিনাজপুর জেলা শাখার সভাপতি সভাপতি ডা. মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মোঃ জিয়াউল হক জিয়ার উপস্থাপনায় ডা. জাহিদ হোসেন বলেন, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। গনতন্ত্র প্রতিষ্ঠা করতে ড্যাব ও সম্মিলিত পেশাজীবী পরিষদকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আমরা বর্তমানে হিরক রাজার দেশে বসবাস করছি। আমাদের যার যার স্থানে থেকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাবের সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, ডা. শামসুজ্জামান সরকার প্রমূখ। অনুষ্ঠানে ড্যাব নেতা ডা. ফিরোজ, মওদুদ হোসেন আলমগীর, দিনাজপুর মেডিকেল কলেজের শিক্ষক ডা. সেখ সাদেক আলী, ডা. জাহানারা মুন্নী, ড্যাব নেতা ডা. মাসতুরা বেগম প্রমূখ।
পরে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখা আয়োজিত ‘‘গনতন্ত্রঃ আইনের শাসন ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখাল আহবায়ক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখার সদস্য সচিব ডা. মোঃ জিযাউল হক জিয়ার উপস্থাপনায় ড্যাবের সহ-সভাপতি ডা. আব্দুস সালাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. আ ন ম হাবিুল্লাহ, শিক্ষক ঐক্যজোট জেলা শাখার আহবায়ক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম প্রমূখ।