
এফ রহমান বাবু,স্টাফ রিপোর্টার : একটি সুন্দর বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠিত করার আহবান জানিয়ে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, সুষ্ঠু ও সুস্থ্য রাজনীতির জন্য দরকার শিক্ষিত, সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবীদের। তাই তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ভালো-মন্দ বিচার করে সুস্থ্য রাজনীতির চর্চা করতে হবে।
এমপি গোপাল ২৩ মার্চ সোমবার রাতে দিনাজপুরের কাহারোল উপজেলার বেড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও বিচিত্রিা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অসুস্থ্য রাজনীতির চর্চা করছে বিএনপি-জামাত জোট। আর এর কারন হচ্ছে নেতৃত্বে শিক্ষার অভাব। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নিজে অশিক্ষিত বলেই তিনি আড়াই মাস ধরে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্ঠা অব্যাহত রেখেছে। রাজনীতিতে একজন অশিক্ষিত মানুষ নেতৃত্ব দিলেই দেশে জ্বালাও পোড়াও সহ মানুষ পোড়ানোর এই বিভৎস রাজনীতি করা সম্ভব। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শিক্ষিত এবং তার দুই সন্তানকেও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। তাই তিনি চান, দেশের প্রতিটি শিশু যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এ জন্য তিনি শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। বর্তমান সরকার ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সমৃদ্ধ ও আত্মমর্যাদাপুর্ণ বাংলাদেশ গড়তে চায়। আর সরকারের এই লক্ষ্য অর্জনে আগামী প্রজন্মকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে।
বেড়গাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ভুপেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদ চৌধুরী, ২নং রসুলপুরের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাইজুল ইসলাম, ৭ নং ইউপি সদস্য মোঃ শামসুল আলম, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল।
এর আগে বীরগঞ্জ উপজেলা ঝাড়বাড়ী মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ এর পুরস্কার বিতরন, দ্বাদশ শ্রেনীর প্রবেশ পত্র প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শতগ্রাম ইউপি হতে ভবানী ডাংগা হাট ভায়া অর্জনাহার হাট সড়ক পাকা করন কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।