
আব্দুর রাজ্জাকঃ দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্জ্ব আজিজুল ইমাম চৌধুরী বলেছেন, বর্তমান আওয়ামী সরকার দেশের উন্নয়নে সর্বদা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় জেলার প্রতিটি উপজেলায় উন্নয়নের ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে।
তাই নিজ নিজ উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যেতে হবে। সংসদে সদ্য পাশ হওয়া বাজেট গণমুখী হওয়ায় দিনাজপুর জেলায় উন্নয়ন আরও সাধিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ১১ জুন বুধবার দিনাজপুর জেলা পরিষদের নবগঠিত সম্মেলন কক্ষে ১৩ উপজেলার চেয়ারম্যানদের নিয়ে সমন্বয় উন্নয়ন সভায় তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন।
সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্যেন্দ্র কুমার সরকার’র পরিচালনায় উপজেলা চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন পার্বতীপুরের আমিনুল ইসলাম, কাহারোলের মামুনুর রশীদ, ফুলবাড়ীর অধ্যক্ষ খুরশীদ আলম মতি, বীরগঞ্জের আমিনুল ইসলাম, খানসামার শহীদুজ্জামান শাহ, আ ন ম বজলুর রশীদ কালু ও সদর উপজেলা চেয়ারম্যান ফরিদুল ইসলাম।
সভায় এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের সচিব মোছা. রোখসানা বেগম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন ও আনোয়ারু ইসলাম। সভার শুরুতে ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত দিনাজপুর জেলা পরিষদ চত্ত্বরে সম্মেলন কক্ষ ও বিশ্রামাগার উদ্বোধন করেন প্রশাসক আলহাজ্জ আজিজুল ইমাম চৌধুরী। এসময় উপজেলা চেয়ারম্যানগণসহ জেলা পরিষদের সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।