শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বর্তমান সরকারের উন্নয়নকে বানচালের ষড়যন্ত্র সফল হবে না-এমপি গোপাল

ফজিবর রহমান বাবু ॥- বর্তমান সরকারের উন্নয়নকে বানচাল করার জন্য যারা দেশে ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

 

২৩ জুলাই রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রহ্মণভিটা হাগুরা শাহাপাড়া বিষ্ণু মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন’র উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গুলশান ও শোলাকিয়ার হামলার নিন্দা জানিয়ে এমপি গোপাল বলেন, সময় এসেছে অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সোচ্চার হওয়ার।

যারা এমন জঘন্য হামলা করতে পারে তাদের কোনো ধর্ম নেই। তারা দেশ ও জাতীর শত্রু। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি।

 

Mp২ নং পলাশবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি ধনেশর রায় আতিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলুর রহমান জুয়েল, বীরগঞ্জ থানার ওসি আবু মোহাম্মদ আককাস, ২ নং পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক ইব্রাহিম শাহ্, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড় বিষক সম্পাদক মো. ইয়াসিন আলী ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ পরেশ চন্দ্র।

 

এদিকে বীরগঞ্জ উপজেলায় সঞ্চয়িতা শিক্ষা নিকেতন’র উদ্ধোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল।