
ফজিবর রহমান বাবু ॥- বর্তমান সরকারের উন্নয়নকে বানচাল করার জন্য যারা দেশে ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
২৩ জুলাই রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২ নং পলাশবাড়ী ইউনিয়নের ব্রহ্মণভিটা হাগুরা শাহাপাড়া বিষ্ণু মন্দিরের ভিত্তি প্রস্থর স্থাপন’র উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গুলশান ও শোলাকিয়ার হামলার নিন্দা জানিয়ে এমপি গোপাল বলেন, সময় এসেছে অসাম্প্রদায়িক চেতনার পক্ষে সোচ্চার হওয়ার।
যারা এমন জঘন্য হামলা করতে পারে তাদের কোনো ধর্ম নেই। তারা দেশ ও জাতীর শত্রু। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তোলারও আহবান জানান তিনি।
২ নং পলাশবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভাপতি ধনেশর রায় আতিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২ নং পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলুর রহমান জুয়েল, বীরগঞ্জ থানার ওসি আবু মোহাম্মদ আককাস, ২ নং পলাশবাড়ী ইউনিয়নের সাধারন সম্পাদক ইব্রাহিম শাহ্, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড় বিষক সম্পাদক মো. ইয়াসিন আলী ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ পরেশ চন্দ্র।
এদিকে বীরগঞ্জ উপজেলায় সঞ্চয়িতা শিক্ষা নিকেতন’র উদ্ধোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল।