
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকারের সময় দেশে আইনের শাসন ও গণতন্ত্রের ভিত দৃঢ় হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নও ছিল বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশকে সোনার বাংলায় রূপান্তর করা। জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আজ বুধবার সরকারি দলের এ কে এম রহমতুল্লাহ’র এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বা তাদের পক্ষ অবলম্বনকারী গোষ্ঠীসমূহের ব্যাপক আন্তর্জাতিক প্রপাগান্ডা এবং এ লক্ষ্যে বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন লবিস্ট গ্রুপের পেছনে ব্যয় করা সত্ত্বেও বিশ্বের বিভিন্ন দেশের সরকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ এবং আন্তর্জাতিক গণমাধ্যমসমূহ বাংলাদেশে চলমান মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত বিচারের পক্ষে ইতিবাচক মতামত প্রদান করছে।
বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের বিচার পাওয়ার প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক এক করে সব জঘন্য মানবতা বিরোধী অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে এবং যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রতি প্রদত্ত শাস্তি বাস্তবায়ন করার জন্য অবিচল থেকে কাজ করে যাবে বলে শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন।