বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বর্তমান সরকার উন্নয়নের রাজনীতি করে- এমপি গোপাল

MP Gopalদশরথ রায় বাবুল, বীরগঞ্জ থেকেঃ

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জশীল গোপাল বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের রাজনীতি করে। আওয়ামীলীগ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে এবং দেশের উন্নয়নে বদ্ধপরিকর। জাতির জনকের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের কর্মসূচী গ্রহণ করেছে। সেই কর্মসূচীর অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে উন্নয়নের মহোৎসব চলছে। নির্মাণ করা হচ্ছে রাস্তা-খাট, ব্রীজ-কালর্ভাট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন। উন্নয়নের যুগ হিসেবে জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়কে ইতিহাসের পাতায় লিখা থাকবে।

আজকে ব্রীজের শুভ উদ্বোধন হলো সেটি জননেত্রী শেখ হাসিনার সরকারের সময়ে উন্নয়ন ইতিহাসের একটি অংশ মাত্র। বর্তমান সরকারের উন্নয়নে বদলে গেছে বাংলাদেশের গ্রামগুলি। এর বড় প্রমাণ এই উপজেলার শিবরামপুর ইউনিয়ন। যে ইউনিয়নের ১ ইঞ্চি রাস্তা পাকা ছিল না। সেখানে আমার চেষ্টায় উপজেলার সর্ববৃহৎ রাস্তাটি পাকা করা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে লেগেছে উন্নয়নের ছোঁয়া। আর এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের মাথা খারাপ হয়ে গেছে। দেশের মানুষ ভাল থাকলে তাঁরা কষ্ট পায়। তাঁরা খারাপ থাকে। তাই তাঁরা সন্ত্রাস আর অরাজকতা সৃষ্টি করে উন্নয়নের ধার ব্যহত করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে।

গত রবিবার বিকেলে উপজেলার ভোগনগর ইউনিয়নের পূণর্ভবা নদীর সুলতানের ঘাটে এবং মরিচা ইউনিয়নের ছিড়াবাজু কালী বাড়ীর পশ্চিমে ডোবার উপর নির্মিত আরসিসি ব্রীজের শুভ উদ্বোধন উপলক্ষে এক জনসভায় একথা বলেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দেবেশ চন্দ্র রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোপাল দেব শর্মা, মরিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সাধারন সম্পাদক মোঃ ফারুকুজ্জামান চৌধুরী ফারুক, কাহারোল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ রেজা রুবেল, এপিএস কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাসত্মবায়ন অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মহোদয়ের একান্ত প্রচেষ্টার ফসল এই ব্রীজ দুইটি। দুর্যোগ ব্যবস্থ্যাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের অর্থায়নে ১৬ লাখ ৯২হাজার ৫শত ১৬টাকা ব্যয়ে ভোগনগর ইউনিয়নের সুলতানের ঘাট আরসিসি ব্রীজ এবং ২লক্ষ ৭৬হাজার ৩শত ৪১টাকা ব্যয়ে মরিচা ইউনিয়নের ছিড়াবাজু কালী বাড়ীর পশ্চিমে ডোবার উপর আরসিসি ব্রীজ নির্মাণ কাজ শেষ হয়েছে।