
মোঃ শামসুল আলম,ষ্টাফ রিপোর্টার, বোচাগঞ্জ : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী এবং কৃষকদের উন্নয়নে বর্তমান কৃষক বান্ধব সরকার কৃষি ঋণ সহজ লভ্য করেছে। এ সরকারের আমলে দেশ খাদ্যে স্বয়ং সমপূর্ণতা অর্জন করেছে। মানুষের মাথা পিছু আয় ৫শ ডলার থেকে ১১শ ৯০ ডলারে উন্নীত হয়েছে। এ দেশ মধ্যম আয়ের দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। আজ ৩ ডিসেম্বর বুধবার বিকাল ৩ টায় সেতাবগঞ্জ বড়মাঠে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ ও কৃষক/ কৃষানী সমাবেশ ২০১৪ ইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ মাহমুদ চৌধুরী এমপি উরোক্ত কথাগুলো বলেন।বাংলাদেশ ব্যাংক রংপুর জোনের মহাব্যবস্থাপক মোঃ খুরশীদ আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে প্রভাষ চন্দ্র মল্লিক মহাব্যবস্থাপক, কৃষি ঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগ, প্রধান কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু, আব্দুল হান্নান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দিনাজপুর, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রউফ মন্ডল, বিরল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল খায়রুম, মোঃ তহিদুল ইসলাম তুহিন মনোহর আইসিএম কৃষক ক্লাব রংপুর ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন প্রমুখ। আলোচনা শেষে রংপুর অঞ্চলের ৩৬টি ব্যাংকের মাধ্যমে ৩৩৩ জন কৃষকের মাঝে ২ কোটি ৬৮ লক্ষ টাকা ঋণ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এসময় রংপুর বিভাগে কর্মরত সকল ব্যাংক সমুহের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।