
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকার বাড়ী বাড়ী চাকুরী না দিয়ে বাড়ী বাড়ী লাশ দিয়েছে। এখন লুটপাটের জন্য কোথা থেকে কমিশন পাওয়া যায়, তাই নিয়েই ব্যস্ত। সরকারি ব্যাংকগুলো লুটপাট করে শেষ করে দিয়েছে। সময় মতো জনগনের কাছে তা উন্মোচন করে দেয়া হবে।
বৃহস্পতিবার দুপুর ২টায় ২০ দলীয় জোটের আয়োজনে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
নীলফামারী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধূরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব সামসুজ্জামান সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে খালেদা জিয়া আরো বলেন, বর্তমান সরকার পোশাক ও পাট শিল্পকে ধ্বংস করেছে। এ শিল্পে পিছিয়ে থাকা চীন এখন বাংলাদেশকে টপকে গিয়েছে। অর্থনীতির এসব খাতের দিকে নজর না দিয়ে সরকার এখন লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে।
বিএনপির চেয়ারপারসন বলেন, এই সরকারকে কেউ স্বীকৃতি দেয় নাই। স্বীকৃতি অাদায়নের জন্য তারা বিদেশীদের দ্বারে দ্বারে ঘুরে ধর্ণা দিয়ে কোন লাভ হয় নি। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে শতকরা ৯৫ ভাগ মানুষ ভোট দেয় নাই। চুরি করে ক্ষমতায় বসে থাকা যায় না। তাই জালেম এ সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে। জনগন এ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করার অধিকার তাদের নেই। অবিলম্বে নির্বাচন দিন। জনগণ ২০ দলীয় জোটের সঙ্গে আছে, আগামী দিনে তারা তা দলের জনপ্রিয়তা প্রমাণ করবে।
বর্তমান নির্বাচন কমিশন ‘অথর্ব’ আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেছেন, এ কমিশন বাতিল করে এমন কমিশন গঠন করতে হবে, যারা সবার কাছে গ্রহণযোগ্য হবে। তারা নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। দুদুক সম্পর্কে বলেন, এটি দূর্নীতি দমন করার কমিশন নয়, দূর্নীতি করার কমিশন। র্যাব বাতিলের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, জঙ্গি, সন্ত্রাসী, ছিনতাই দমনে বিএনপি জোট র্যাব গঠন করেছিল। কিন্তু এখন তারা টাকার বিনিময়ে মানুষ খুন করে।
অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ন- মহাসচিব মিজানুর রহমান মিনু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শমসের মবিন চৌধুরী, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, সাদেক হোসেন খোকা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, অ্যাডভোকেট রীনা পারভীন, আমজাদ হোসেন সরকার ভজে, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মীর্জা আব্বাস, সদস্য সচিব হাবিউন নবী খান সোহেল, যুবদলের সভপতি মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদলের সভাপতি রাজীব আহমেদ, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক রেদোয়ানুল হক বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দললের সাধারণ সম্পাদক সরাফত হোসেন সফু, জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, জামায়াতের জাতীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদোয়ানুল্লা সাঈদী, মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, এলডিপির সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ, বিজেবির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, খেলাফত মজলিশের আমীর মাওলানা ইসাহাক আলী, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল লতিফ, কল্যাণ পাটির সভাপতি মেজর জেনারেল (অব) সৈয়দ ইব্রাহীম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানসহ ২০ দলীয় জোটের জেলা ও উপজেলার নেতারা বক্তব্য রাখবেন।
জনসভায় আ.লীগ-জাপার নেতাকর্মী বিএনপিতে যোগদান
সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত করতে খালেদা জিয়ার হাতে ধানের শীষ তুলে দিয়ে নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের এবং জেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাবেক কয়েকজন প্রভাবশালী নেতাসহ বিপুল সংখ্যক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
নজর কেড়েছে ন্যাপ, মাঠ দখলে জামায়াত
এই জনসভায় ন্যাপ নেতাকর্মীরা নজর কেড়েছে সবার। তারা লাল টুপি ও লাল গেঞ্জি গায়ে সভাস্থলে গেছেন। ন্যাপের কেন্দ্রীয় মহাসচিব গোলাম মোস্তফা জানান, সকাল থেকেই তাদের নেতাকর্মীরা লাল টুপি আর লাল গেঞ্জি পরে সভাস্থলে পৌঁছাতে শুরু করে। তাদের প্রায় ৫০ হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। সভাস্থলের সামনের মাঠ দখলে নিয়েছে জামায়াত-শিবির নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা জামায়াতের সেক্রেটারি আবদুর রশিদ দাবি করেন, জনসভায় তাদের আড়াই লাখ নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
সড়ক দুর্ঘটনায় আহত ৮
নীলফামারী-সৈয়দপুর সহাসড়কের পল্লী বিদ্যুত সমিতির কাছে ওইদিন সকালে সড়ক দুর্ঘটনায় য্বুদলের ৮ কর্মী আহত হয়েছে। ২০ দলীয় জোটের জনসভায় যোগ দিতে আসা যুবদলের কেন্দ্রীয় নেতাদের মটর সাইকেল বহরে ওই দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতৃবৃন্দ বুধবার রাতে নীলফামারীতে আসেন। তারা উত্তরা ইপিজেডের ডিয়াস রেষ্ট হাউজে রাত্রী যাপন করেন। বৃহস্পতিবার সকালে জেলা যুবদলের নেতাকর্মীরা মটর সাইকেলের বিশাল বহর নিয়ে কেন্দ্রীয় নেতাদের সভাস্থলে আসার পথে পল্লী বিদ্যুত অফিসের কাছে বহরের সামনের অংশের দুটি মটর সাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সড়কের ওপরে পড়ে যায়। এতে বহরের প্রায় ১০টি মটর সাইকেল পরস্পরের সাথে ধাক্কা লেগে জেলা যুবদলের ৮ কর্মী আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রায়হান (৩৮) ও তমাল (৩৫) নামের দুই কর্মীকে প্রথমে নীলফামারী আধুনিক হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই দুর্ঘটনায় কেন্দ্রীয় নেতারা অক্ষত রয়েছেন।
মামলায় আন্দোলন থামবে না
সরকার আন্দোলন বন্ধ করতে বিরোধী দলের নেতাদের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সরকারের উদ্দেশে বলেছেন, “মামলা দিয়ে আন্দোলন রুখে দেয়া যাবে না। জনগণ জেগে উঠেছে।” নীলফামারীতে ২০ দলীয় জোটের সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “অনৈতিক ও অবৈধ সরকার জবর দখল করে ক্ষমতা দখল করে আছে। তারা মিথ্যা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করে দিতে চায়। কোনো সরকার তা পারেনি। আওয়ামী লীগও পারবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।” ফখরুল অভিযোগ করেন, “সরকারি দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা থেকে দায়মুক্তি দিচ্ছে। আর বিএনপি চেয়ারপারসনসহ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একেরপর এক মিথ্যা মামলা দিচ্ছে।” তিনি গত নির্বাচনের আগের আন্দোলনে নিহতদের স্মরণ করেন।
মুক্তি না দিলে ইতিহাস ক্ষমা করবে না
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সকল নেতার মুক্তি দাবি করেছেন দলের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান। তিনি সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আটক নেতাদের মুক্তি না দিলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”
অবিলম্বে আওয়ামী লীগকে আলাপ আলোচনার মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অন্যথায় আপনাদের সমস্যা হবে।” নীলফামারীতে ২০ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
কারাবন্দি জামায়াত নেতা গোলাম আজমসহ মানবতা বিরোধী অপরাধের অভিযুক্ত নেতাদের সুচিকিৎসার দাবি জানান মজিবুর। আওয়ামী লীগকে ধর্মহীন দল আখ্যা দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ হলো একটি ধর্মহীন দল। কারণ আওয়ামী মুসলিম লীগ দিয়ে দলটির যাত্রা শুরু করলেও পরে তারা তা বাদ দিয়ে দিয়েছে।” তিনি সরকারের উদ্দেশে বলেন, দয়া করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না।তাহলে লতিফ সিদ্দিকীর পরিণতি হবে।