বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দখলদারী সরকার। এ সরকার আকরে ধরে বসে আছে। দখলদারী সরকার যেভাবে কথা বলে, প্রচারণা চালায়, সবক্ষেত্রে বিজয় আর বিজয়।
তিনি আওয়ামীলীগের প্রবীণ নেতা তোফায়েল আহম্মেদ এর উদ্ধৃতি দিয়ে বলেন, এখন বিএনপি কথায় কথায় সংলাপের কথা বলে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে বলে সংলাপের কথা বলে। বিএনপি সংঘাত, অস্থিরতা পরিহার করে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। সরকার যদি সংলাপে রাজি না হয় সেক্ষেত্র আন্দোলন ছাড়া বিকল্প কোন রাস্তা থাকবে না।
তিনি আরো বলেন, ভাষা আন্দোলনের পর দীর্ঘ ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে স্বাধীনতার জন্য। এরশাদের সময়ও ৯ বছর অপেক্ষা হয়েছে। এ সরকার নির্বাচিত সরকার নয় কাজেই তাঁদের ক্ষমতায় থাকার নৈতিকতা নেই।
ঈদের পর আন্দোলন বিষয়ে ফখরুল বলেন, জনগণকের সম্পৃক্ত করে জনগণের আন্দোলনের মাধ্যমে এ সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে।
তিনি আজ শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ, আনসারুল হক, সাবেক সদর উপজেলার চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক মামুন অর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ।